ঢাকা      শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ফেনীতে বাঁধ ভেঙ্গে ঢুকছে পানি

IMG
03 July 2024, 2:58 PM


ফেনীর বিভিন্ন এলাকায় উঠছে পানি। বিশেষ করে ফুলগাজী ও পরশুরামে ভারী বৃষ্টিপাত ও ভারতের থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার কারণে এলাকা দুইটিতে এইচ.এস.সি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।
এদিকে মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ক্রমেই ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ করছেন প্রশাসনের দায়িত্বশীলরা।
এর আগে গত রবি ও সোমবার পাহাড়ি ঢলের চাপে মুহুরী নদীর বাঁধের চারটি স্থানে ভেঙে ফুলগাজী ও পরশুরামের পাঁচটি গ্রাম প্লাবিত হয়। এ সময় ওই এলাকার ফসলি জমি, রাস্তাঘাট, মাছের খামার ও বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, পাঁচটি স্থানে পানির গতি কমে গেলে বাঁধ সংস্কার কাজ করা হবে।
ফেনীর মুহরি নদীর পানি কমতে শুরু করেছে। ফুলগাজীতে উন্নতি হলেও পরশুরামে অপরিবর্তিত রয়েছে। শালধরের ভাঙন দিয়ে এখনো পানি ঢুকছে। আঞ্চলিক মহাসড়কে পানি এখন নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্তের সাহায্যে এগিয়ে এসেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ পর্যন্ত ১০ লাখ টাকা, ২শ’ টন চাল এবং ২শ’ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দিয়েছে। এছাড়াও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার তার ব্যক্তিগত তহবিল থেকে তিনশ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন