ঢাকা      সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বিশ্বকাপ ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি আজ

IMG
29 June 2024, 2:48 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে ফাইনালের মঞ্চে পা রেখেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বমঞ্চের এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বহু প্রতীক্ষিত এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্বাডোজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে টুর্নামেন্ট জুড়ে অপরাজিত দুই দল।

জোহানেসবার্গে সেই ২০০৭ সালের পর আর ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ তুলতে পারেনি টিম ইন্ডিয়া। সেই খরা কি এবার কাটবে? নাকি দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপ জয়ের মঞ্চ হবে এটা? আর মাত্র কয়েক ঘণ্টা পরই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে ক্রিকেট বিশ্ব।

প্রথম বিশ্বকাপ শিরোপার সুবাস নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ১৭ বছরের খরা ঘোচানোর স্বপ্নে লড়াইয়ে নামবে ভারত। এর আগে, মোট সাতবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবারই প্রথম ফাইনালে পা রাখলো প্রোটিয়ারা। আসরজুড়ে দলের পারফর্ম্যান্স ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অধিনায়ক এইডেন মার্করামকে।

ভারত ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে, ২বার ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছে উপমহাদেশের দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দু’দলের দেখা হয়েছে ২৬ বার। ভারত জিতেছে ১৪ বার। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার জয় ১১টি ম্যাচে।

বার্বাডোজের এই মাঠে এবারই প্রথমবার দেখা হচ্ছে দুদলের। এই মাঠে ৩২ ম্যাচের ১৯টিতে জিতেছে আগে ব্যাট করা দল। পরে ব্যাট করা দলের জয় ১১টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে, মোট ৬ বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ভারতের জয় ৪টি, দক্ষিণ আফ্রিকার জয় ২টি।

সবশেষ ২০১৪ সালে, টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত। সেবার লঙ্কানদের কাছে শিরোপা হাত ছাড়া হয়েছিল ধোনির দলের। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও শিরোপা ঘরে তুলতে পারেনি রোহিত-কোহলিরা। এবার আরও একটি সুযোগ শিরোপা খরা কাটানোর।

এদিকে খেলা মাঠে গড়ানো নিয়ে রয়েছে বাড়তি শঙ্কা। আবহাওয়া অফিস বলছে, খেলারদিন বৃষ্টি হওয়ার সম্ভবনা ৫০ শতাংশ। তবে নির্দিষ্ট সময়ে খেলা শেষ করতে না পারলে ম্যাচ গড়াবে রিভার্জ ডে তে।

দেখা যাক শেষ পর্যন্ত কে হবে এই মহারনের বিজয়ী, ভারত নাকি আফ্রিকা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন