ঢাকা      শুক্রবার, ২৪ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় রাশিয়া: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

IMG
24 March 2024, 11:02 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ রবিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো: রুহুল আমিন এসময় উপস্থিত ছিলেন।

রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে শফিকুর রহমান চৌধুরী বলেন, রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। রাশিয়া সেদেশের জাহাজ শিল্প ও কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন নিতে শ্রমিক চায়। এরপরে পর্যায়ক্রমে তারা আরো দক্ষ শ্রমিক নিবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়ে কোম্পানি সহযোগিতা দিবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন