ঢাকা      শুক্রবার, ২৪ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

নীলফামারীর ‘উন্নয়ন সমস্যা চিহিৃত করণ ও সমাধানে’ করণীয় বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত

IMG
13 May 2024, 5:27 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: নীলফামারীর ‘উন্নয়ন সমস্যা চিহিৃত করণ ও সমাধানে’ করণীয় বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে উন্নয়ন সংস্থা রুপান্তর আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।

এতে রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসিম আনন্দ দাস, বেগম রোকেয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শাহ আলম ও রংপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুমানা জামান বক্তব্য দেন।

রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসিম আনন্দ দাস জানান, সভায় নীলফামারীর উন্নয়ন ও সমস্যা চিহিৃত করণ এবং সমাধানের ক্ষেত্রে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নীলফামারী পৌরসভা মেয়রের করণীয় দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।

তিনি বলেন, প্রকল্পের আওতায় আমরা জনপ্রতিনিধিদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান করবো সেখানে নাগরিকবৃন্দ প্রশ্নত্তরের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছ থেকে সমাধানের পথ পাবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন