ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি তারেক

IMG
26 June 2024, 6:11 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই পদে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক তারেক বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন।

২০২০ সালের নভেম্বরে বর্তমান পদ গ্রহণের আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কের স্থায়ী মিশনে প্রাথমিকভাবে প্রথম সচিব হিসেবে এবং পরবর্তী সময়ে কাউন্সেলর হিসেবে কাজ করেন। এরপর তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে (২০০৯-২০১২) কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া উইং) হিসাবে এবং তার আগে পরিচালক (দক্ষিণ এশিয়া উইং), পরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়) পাশাপাশি পার্সোনেল উইং এবং পররাষ্ট্র সচিবের অফিসসহ অন্যান্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত তারেক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিপ্লোমেসি অ্যান্ড ট্রেড ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন