ঢাকা      সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বন্যায় গাইবান্ধায় ৮০ বিদ্যালয়ে পাঠদান বন্ধ

IMG
05 July 2024, 9:46 AM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধাচলতি বছরে টানা দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির ফলে বন্যার কবলে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধা। বন্যার কারণে সড়ক, কৃষি, মৎস, অবকাঠামোসহ নানা খাতে ক্ষতির মুখে পড়েছে জেলাটি। ক্ষতি হচ্ছে শিক্ষা খাতেও।

বন্যার ফলে জেলায় ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে গেছে কোন আর বাকিগুলো আশ্রয়ণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় সদরসহ সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয় ৭০টি ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/ আরটি

বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা কর্মকর্তারা জানান, টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার চার উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা কেউই স্কুলে আসতে পারছেন না। এমন ৭০টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি কমার সাথে সাথে পরিস্থিািত বুঝে এসব স্কুল ও মাদ্রসায় পাঠদান শুরু করা হবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে- গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা ৫১ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭ সেমি ও ঘাঘট নদীর পানি ৪৬ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৯ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়া নদীর পানি ৫০ সেমি বৃদ্ধি পেলেও তা ১৫৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পানি ২৩ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ৪৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৪ মিলিমিটার।

জানা গেছে, কয়েকদিন ধরেই ভারি বর্ষণ ও উজানের ঢলে জেলার সবগুলো নদ-নদীর পানি দ্বিতীয় দফায় বাড়তে শুরু করে। ফলে নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। এসব এলাকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিস্তৃর্ণ জমির পাট, কাউন, তীল ও শাকসবজিসহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে চার উপজেলার ২০ হাজার পরিবার।

বিপৎসীমার ওপরে থাকায় ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সদরের কামারজানি, ঘাগোয়া, ফুলছড়ির ফজলুপুর, এরেন্ডাবাড়ি এলাকায় প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। পানিবৃদ্ধির ফলে এসব এলাকার ঘরবাড়িগুলোতে পানি উঠেছে। এলাকার পানিবন্দী মানুষরা গৃহপালিত পশু-পাখি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন। তবে তিস্তার পানি কমতে থাকায় সুন্দরগঞ্জের প্লাবিত এলাকা জেগে উঠতে শুরু করেছে।

অন্যদিকে সাঘাটা উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যাবাজার এলাকায় যমুনার পানির চাপে বাঁধের অন্তত ৩০ ফিট এলাকা ধ্বসে যায়। এতে তিনটি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। হঠাৎ করে বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ায় পরিবারের শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে নিয়ে বিপাকে পড়েছে বন্যা কবলিতরা।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে। বিপৎসীমার ওপরে রয়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। তবে ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, শুকনা খাবার, চাল, মজুদ রয়েছে। প্রস্তুত রয়েছে ইউনিয়ন ভিত্তিক বন্যা আশ্রয়কেন্দ্র। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। বন্যা পরিস্থিতি সংক্রান্ত প্রচার প্রচারণা চলমান রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন