ঢাকা      রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান (ভিডিও)

IMG
08 July 2024, 6:05 PM

বেইজিং, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করেছে চীন। এসময় রীতি অনুযায়ি স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।

আজ সোমবার বেইজিং সময় সন্ধ্যা ৬টায় চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে এমনই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয়। এ সময় চীনের ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে সোমবার বিকেলে (বেইজিং সময় সন্ধ্যা ৬টা) দেশটির রাজধানী বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছালে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে আজ সোমবার সকাল ১১টা ৫মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (বিজি-১৭০১) প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমানটি বাংলাদেশ ছেড়ে যায়।

৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।

আগামীকাল থেকে শুরু হওয়া বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন