ঢাকা      সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বেনাপোল স্থলবন্দরে আমদানি–রপ্তানি শুরু

IMG
23 May 2024, 3:05 PM

যশোর, বাংলাদেশ গ্লোবাল: টানা ৬ দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি–রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। চলছে লোড আনলোডের কাজ। এতে কমে যাবে পণ্যবাহী ট্রাকের জট।

এদিকে ৬ দিন বন্ধ থাকার পর আজ সকাল বন্দরে ফিরছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে ১২টা পর্যন্ত শতাধিক পণ্যবাহী ট্রাক যাতায়াত করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ২০ মে ভারতে নির্বাচন উপলক্ষ্যে সরকারি নির্দেশনায় ১৮, ১৯ ও ২০ মে পর্যন্ত পাসপোর্ট যাত্রী যাতায়াত ও আমদানি–রপ্তানি বন্ধ করা হয়। ১৭ মে বিকেল থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়। এদিকে মঙ্গলবার বাংলাদেশের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনের কারণে বন্ধের পণ্য আমদানি–রপ্তানি বন্ধ রাখা হয়। এ ছাড়া বুধবার ছিল বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ফলে টানা ৬দিন বন্ধের পর বৃহস্পতিবার থেকে চালু হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দর আমদানি–রপ্তানি।

বিষয়টি নিশ্চিত করে ভারত ও বাংলাদেশের চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, টানা ৬দিন পর আমদানি–রপ্তানি শুরু হওয়ায় বন্দরে স্বস্তি ফিরছে। আজ থেকে কাজে যোগ দিয়েছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন