ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ঋণের চাপে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

IMG
27 June 2024, 6:47 PM

মাওলা সুজন, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে ঋণের চাপে নাসরিন আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে, একই দিন বেলা ১১ টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মতি মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নাসরিন আক্তার একই গ্রামের মতি মিয়া বাড়ির ওমান প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে নাসরিনের স্বামী জহির বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যায়। গত কিছু দিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা টাকার জন্য চাপ দিতে থাকে। বৃহস্পতিবার (২৭ জুন) একটি এনজিও প্রতিষ্ঠানের কর্মিরা টাকার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বসত ঘরের দরজা বন্ধ দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে গৃহবধুর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এনজিও কর্মিরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি আরো বলেন, শুনেছি তার স্বামী অনেক ঋণ করে প্রবাসে যায়। যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা প্রবাসীর স্ত্রীকে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিলো। বৃহস্পতিবার তার ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। ঋণের চাপে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন