ঢাকা      মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে: মতিউরের স্ত্রী

IMG
30 June 2024, 7:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা যেন রীতিমতো ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছেন। ইতোমধ্যে মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের আটটি ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও হিসাব) স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

অন্যদিকে, মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত টিম গঠন করেছে।

তবে এরমধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মতিউর রহমানের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা। স্বজনের কাছে পাঠানো ভয়েস মেসেজে বাবার প্রতি রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন তিনি। সেই সঙ্গে মা লায়লা কানিজ লাকী ছাড়াও ভাইয়ের কোনো দোষ নেই দাবি করে বাবাকে ছেড়ে না দেয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভয়েস মেসেজগুলো ভাইরাল হয়েছে।

অন্যদিকে, খবরের শিরোনামে উঠে আসছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকীও। বৃহস্পতিবার (২৭ জুন) নরসিংদীতে নিজ উপজেলার দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। যেখানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আবার অনুষ্ঠানস্থলের বাইরেও সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লায়লা কানিজ লাকী বলেন, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি। পাছে লোকে কতকিছুই বলে, তাতে কিছু আসে যায় না এই চেয়ারম্যান লাকীর।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান, তার স্ত্রী কলেজশিক্ষক লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে বিদেশে গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন মহানগর দায়রা জজ। গত ২৪ জুন ঢাকা মহানগর দায়রা জজ এ আদেশ দেন। এর একদিন আগে (২৩ জুন) মতিউর রহমানকে নিজ কর্মস্থল (এনবিআর) থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়েছে।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন