ঢাকা      শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

IMG
03 July 2024, 11:07 AM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যাওয়ার ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম নাফিজ শাহরিয়ার আকাশ (২৩)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের বল্লমঝাড় ইউনিয়নের তুলসীঘাটের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ শাহরিয়ার আকাশ গাইবান্ধা পৌর শহরের ব্রীজ রোডের একো এ্যাস্টেট পাড়ার শামসুল ইসলামের ছেলে। আহতরা হলেন মোটর সাইকেলের আরেক আরোহী শহরের ব্রীজ রোড এলাকার আনিসুজ্জামান রুজের ছেলে রাহী (৩৫), বাসযাত্রী লক্ষীপুরের মাসুদ (২৪), একই এলাকার হাসি খাতুন (১৮), ইতি খাতুন (১২) ও জেনি খাতুন (১৪)। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিলো। রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাটের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে চলমান একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী আকাশ ঘটনাস্থলেই নিহত হন। মোটর সাইকেলে থাকা আরেক আরোহী রাহীসহ বাসের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। বাকীরা বিভিন্ন খানে চিকিৎসা শেষে বাড়ি চলে যান।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন বাংলাদেশ গ্লোবালকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ ঘটনায় আহত ৫ জনের নাম পরিচয়সহ আকাশ নামের এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আকাশ নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন