ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

জামায়াত নেতা এটিএম আজহারসহ ১১ জনের কারাদণ্ড

IMG
21 May 2024, 2:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনের পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন– মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ।

আসামি পক্ষে আইনজীবী মুজাহিদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ডের কথা উল্লেখ থাকলেও কারাভোগ করতে হবে দেড় বছর।’

এদিকে সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১০ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন