ঢাকা      মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ইউরো: রাতে ইতালির মুখোমুখি হবে সুইজারল্যান্ড

IMG
29 June 2024, 6:47 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউরো চ্যাম্পিয়নশিপে আজ শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। গ্রুপ পর্বে কোনোমতে রক্ষা পেয়ে নক আউট পর্ব নিশ্চিত করা আজ্জুরিদের সামনে এবার অপেক্ষা করছে প্রতিবেশী সুইস পরীক্ষা। নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ রাত ১০টায়।

গ্রুপের শেষ ম্যাচে হারতে বসেছিল ইতালি। তবে ৯৮ মিনিটে মাত্তিয়া জাকাগনির গোল ড্র করে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে পরের রাউন্ডে ওঠে ইতালি। গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ইতালির পয়েন্ট ব্যবধান ছিল ৫। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে জার্মানির সঙ্গে শেষ ষোলোয় নাম লেখায় সুইজারল্যান্ড। প্রথম পর্বের তিন খেলার একটিও হারেনি তারা। দুই ম্যাচে ড্রয়ের পাশাপাশি জয় ছিনিয়ে নিয়েছে হাঙ্গেরির বিপক্ষে। যে কারণে ছন্দে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না ইতালির জন্য।

আজ্জুরিদের কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন তার দল এগিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়াটদের বিপক্ষে খেলোয়াড়দের মান নিয়ে সমালোচনাকে তিনি মানতে পারছেন না। ৬৫ বছর বয়সি স্পালেত্তি গণমাধ্যমের মন্তব্যকেও উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে যারা তার দলকে চাপে রাখতে চায় তাদের প্রতি অনুরোধ জানিয়েছে এমন কিছু না করতে যাতে দলকে বাড়তি মানসিক চাপে পড়তে হয়। তার দল ধীরে ধীরে টুর্নামেন্টে উন্নতি করছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে দেখলে এটাই বলব আগে দল যা করেছে তা অতীত। এই দলটিরও ভালো করার সম্ভাবনা আছে।’

সবশেষ ইউরোয় গ্রুপ পর্বে এই সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ইতালি। ওই ম্যাচে ম্যানুয়েল লোকাত্তেলি দুই গোল করেছিলেন। বাকি গোলটি এসেছিল আরেক তারকা সিরো ইমোবিলের কাছ থেকে। দুজনই এবার স্পালেত্তির দল থেকে বাদ পড়েছেন। বিবেচনা করা হয়নি মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকেও। এ ছাড়া দলের দীর্ঘদিনের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি ও জর্জিও চিয়েলিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। জুভেন্টাস ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসা ফর্মহীনতায় ভুগছেন। ল্যাজিওর ২৯ বছর বয়সি ফরোয়ার্ড জাকাগনি বলেছেন নক আউট পর্বে তার দল ঠিকই জ্বলে উঠবে, ‘আমরা এখন শুধুমাত্র সুইজারল্যান্ডের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রস্তুতি নিয়ে চিন্তা করছি। আমরা প্রায়ই দেখে থাকি জাতীয় দল কখনও কখনও এই ধরনের পরিস্থিতিতে পড়ে। এরপর আবারও সময়মতো ঘুরে দাঁড়ায়। এখন আমরাও এটাই নিজেদের নিয়ে প্রত্যাশা করছি। সুইজারল্যান্ডের অনেক ভিডিও দেখেছি। তারা খুবই সংঘবদ্ধ দল। তারা একে অন্যের জন্য খেলে। এ কারণেই তাদের বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে।’

সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বেশ কিছু সিরি আ খেলোয়াড় দলে রেখে দারুণ আত্মবিশ্বাসী। বিশেষ করে ইন্টার মিলানের তারকা গোলরক্ষক ইয়ান সোমারের সঙ্গে বোলোগনার তিন খেলোয়াড় ড্যান এনডোয়ে, রেমো ফ্রুলার ও মাইকেল এইবিশার নিজেদের প্রমাণ করেছেন। নিষেধাজ্ঞার কারণে ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরিকে পাচ্ছে না ইতালি। কিন্তু জাকাগনি বলেছেন গোলের পর খেলোয়াড়দের অতি উদযাপনের কারণে বুকের পাঁজরে কিছুটা আঘাত পেলেও আগামীকালের (আজ) ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

সর্বশেষ বিশ্বকাপ বাছাইব পর্বে সুইসদের বিপক্ষে পেরে উঠেনি ইতালি। জার্মানির বিপক্ষে এবারের ইউরোর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে সুইজারল্যান্ড প্রমাণ করেছে তারা যেকোনো দলের বিপক্ষে হুমকি হয়ে উঠতে পারে। গ্রুপে অপরাজিত থেকে নক আউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড। তাদের বিপক্ষে এক পয়েন্ট আদায় করতে ৯২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জার্মানিকে। সুইজারল্যান্ড প্রমাণ করেছে তারা বড় দলগুলোকে যেকোনো সময়ই বিপদে ফেলতে পারে। সুইসদের ডিফেন্ডিং মিডফিল্ডার ফ্রুলার বলেছেন, ‘শেষ ষোলোতে কীভাবে জিততে হয় আমরা জানি। গ্রুপ পর্বের তিন ম্যাচে আমরা যা খেলেছি তার থেকে ভালো করার বিকল্প নেই। জার্মানির বিপক্ষে আমরা সাম্প্রতিক সময়ের সেরা খেলা খেলেছি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন