ঢাকা      মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিলো ভারত

IMG
29 June 2024, 10:19 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলো ভারত। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৭ উইকেটে ১৭৬ রান করেছে ভারত। শিরোপা জিততে প্রোটিয়াদের প্রয়োজন ১৭৭ রান। ভারতের হয়ে ৫৯ বলে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

এর আগে, শনিবার (২৯ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। মার্কো জানসেনের প্রথম ওভারে এসেছিল ১৫ রান। এরপর কেশব মহারাজ নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। শর্মা মহারাজকে সুইপ শটে স্কয়ার লেগে থাকা ক্লাসেনের হাতে তালুবন্দি হন। ক্রিজে এসেই এই ওভারের শেষ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ঋষভ পন্তও।

এরপর বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব দু'জনকেই দেখা গেলো কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে। কিন্তু ৪ বলে ৩ রান করা সূর্যকুমারকে টিকতে দিলেন না কাগিসো রাবাদা। ডিপ ফাইন লেগে উড়িয়ে মারতে গিয়ে হেনরিখ ক্লাসেনের বিশ্বস্ত হাতে জমা পড়লো ক্যাচ।

দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লে বিরাট কোহলির সঙ্গে দলের উদ্ধার কাজে সঙ্গ দেন অ্যাক্সার প্যাটেল। দু'জনেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। দলীয় ১৩.৩ ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন অ্যাক্সার। যাওয়ার আগে ৩১ বল খরচায় ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

পঞ্চম উইকেটে দলের বড় সংগ্রহে বিরাটের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন শিভাম দুবে। এরপরই অষ্টম ওভারের শেষ বলে জানসেনকে উড়িয়ে মারতে গিয়ে রাবাদার কাছে তালুবন্দি হন বিরাট। সাজঘরে ফেরার আগে ৫৯ বল খরচায় ৬টি চার ও দু'টি ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। বিরাট ফিরলে শিভাম দুবে ১৬ বল খরচায় ২৭ রান করেন। শেষ দিকে হার্ডিক পান্ডিয়া অপরাজিত ৫ ও জাদেজা ২ রান করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন