ঢাকা      বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সুনামগঞ্জে ফের বন্যা

IMG
02 July 2024, 11:51 AM

সুনামগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: ১০ দিনের মাথায় সুনামগঞ্জে আবারও বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি ঢলে নদ-নদী উপচে পানি ডুকে পড়ছে লোকালয়ে। সুনামগঞ্জ সদর, দোয়রাবাজার ও ছাতকে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগে যাতায়াত বিঘ্নিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টেও বিপৎসীমার ওপরে আছে। যাদুকাটায় বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ৩০০ মিলিমিটার।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, বন্যার্তদের জন্য ৬৯৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে বিশ্বম্ভরপুরে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। প্রতিটি উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত আছে বলে জানান তিনি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন