ঢাকা      রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ডিএনসিসির গবেষণার উপাত্ত বিশ্লেষণ করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

IMG
04 July 2024, 8:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গবেষণা কর্মের নির্ভুল ফলাফল পেতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তথ্য-উপাত্ত বিশ্লেষণে সহযোগিতা করবে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার গুলশান ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে মোনাশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ডিএনসিসি।

ডিএনসিসির পক্ষ থেকে এর প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনমিকস অ্যান্ড সাসটেইনিবিলিটি বিভাগের অধ্যাপক আসাদ ইসলাম এই চুক্তি স্বাক্ষর করেন।

এসময় ডিএনসিসির স্মার্ট সিটি পরামর্শক ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ ফারজানা ববি, তথ্য কর্মকর্তা মো. পিয়াল হাছান, মোনাশ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইমরুল কায়েস, তারান্নুম বেগ উপস্থিত ছিলেন।

ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বলেন, চুক্তি অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ধরনের গবেষণা কার্যক্রমের ফলাফল তৈরিতে সহযোগিতা করবে। এছাড়াও মোনাশ বিশ্ববিদ্যালয় বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান বিষয় নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন