ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ১০

IMG
22 June 2024, 3:57 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে কমপক্ষে ১০ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ব্রিজ হলদিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সেতু ভেঙে খালে পড়া মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ইউএনও বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

বিস্তারিত নিউজ আসছে.........



বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন