ঢাকা      বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
শিরোনাম

হোলি আর্টিজানে জঙ্গি হামলার অষ্টম বার্ষিকী আজ

IMG
01 July 2024, 12:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অষ্টম বার্ষিকী আজ সোমবার। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়েছেন।

হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোসহ কূটনীতিকরা।

হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর কথাও রয়েছে কূটনৈতিক পুলিশ সদর দপ্তরেও।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ইতালি সরকারের প্রতিনিধিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের ইতালিয়ান সিটিজেন অ্যাব্রোড’র মহাপরিচালক লুইগি ভিগনালি এতে অংশ নেবেন।

ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাইকমিশনার অথবা তাদের প্রতিনিধিরাও ক্ষতিগ্রস্তদের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

দায়ীদের বিচারের আওতায় আনতে এবং ভবিষ্যতে হামলা রোধে দৃঢ় প্রতিশ্রুতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করে।

নিহতদের স্বজন এবং ঢাকায় প্রবাসী কমিউনিটির নিহতদের বন্ধুরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

হতাহতদের বেশিরভাগই গুলশান-বারিধারার আশপাশের কূটনৈতিক কোয়ার্টারে বসবাসকারী বা সফররত বিদেশি।

সহিংস চরমপন্থা প্রতিরোধে সরকারের 'সমগ্র সমাজ' দৃষ্টিভঙ্গির কারণে ২০১৬ সালের হামলার পর থেকে বাংলাদেশে সহিংস চরমপন্থার হুমকি ‘উল্লেখযোগ্যভাবে কমেছে’।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন