ঢাকা      রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ঢাকা-রাজশাহীর পর এবার কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ চবি শিক্ষার্থীদের

IMG
04 July 2024, 2:48 PM

কোটা পদ্ধতি সংস্করণের দাবিতে সারা দেশ উত্তাল। এবারে চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনের ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে জিরো পয়েন্ট স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এক নম্বর গেইট সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

তাদের দাবি একজন ব্যাক্তি যেকোনো একটি প্রতিযোগীতামূলক পরিক্ষায় কোটা ব্যবহার করতে পারবেন। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কারে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ব্যাবস্থা কার্যকর করতে হবে।

বাংলাদেশ গ্লোবাল/ আরটি

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন