ঢাকা      রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম
your content
your content
your content
your content
your content
your content

‘এটা ভারতীয় হিসেবে দায়িত্ব,’ সচেতন হয়ে ভোট দেওয়ার বার্তা শাহরুখের

IMG
19 May 2024, 6:04 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে লোকসভা নির্বাচনের আবহে রাজনীতির বিষয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘জওয়ান’ ছবিতে রাজনীতি ও ভোট নিয়ে তাঁর মোনোলগ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গণতন্ত্রের গুরুত্ব কতোটা, সেই বার্তাও ছিল ওই সিনেমায়। আর এবার বাস্তবেই মানুষকে সচেতন হয়ে ভোট দেওয়ার বার্তা দিলেন এই জনপ্রিয় অভিনেতা।

সমাজমাধ্যমে শাহরুখ পোস্ট করে জানান, সচেতন হয়ে ভোট দেওয়া কতোটা জরুরি। তিনি লেখেন, ‘‘সোমবার মহারাষ্ট্রের দায়িত্বপূর্ণ ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। ভারতীয় হিসেবে চলুন এই দায়িত্ব পালন করি এবং দেশের সবচেয়ে প্রয়োজনীয় কাজ যে ভোট, সেটা বুঝে নিই। ভোটাধিকার নিয়ে প্রচার করুন।’’

শাহরুখের পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, ‘‘অনেক দূর এগোতে হবে। ঘৃণার বিরুদ্ধে ভোট দিন। উন্নয়নের জন্য ভোট দিন।’’ আর একজন মন্তব্যে লেখেন, ‘‘পরোক্ষভাবে কিং খান বলছেন, ভারতের জন্য ভোট করতে। প্রতিটি ভোট দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক একটা ধাপ।’’

দেশের বিভিন্ন ঘটনা ও সরকারের উদ্যোগ নিয়ে প্রায়ই সমাজমাধ্যমে পোস্ট করেন বলিউড মহাতারকা। ২০২৩ সালে নতুন লোকসভা কার্যালয় তৈরি হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন শাহরুখ। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট আগামীকাল ২০ মে। এই দিনই মহারাষ্ট্রের মানুষকে সচেতন হয়ে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছর পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের। প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’। রাজকুমার হিরানীর ‘ডাঙ্কি’ ছবিতে শেষ দেখা গিয়েছে তাঁকে। আগামীতে তাঁর হাতে আছে ‘টাইগার ভার্সাস পাঠান’। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন সালমান খান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন