ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নির্দিষ্ট হারে কর দিয়ে অপ্রদর্শিত জমি-ফ্ল্যাট বৈধ করার সুযোগ

IMG
06 June 2024, 9:19 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত জমি ও ফ্ল্যাট বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত কর দিয়ে জমি ও ফ্ল্যাট বৈধ করার সুযোগ রয়েছে।

গুলশান ও বনানী এলাকায় প্রতি বর্গমিটারে ৬ হাজার টাকা কর দিয়ে ফ্ল্যাট বৈধ করার সুযোগ থাকছে। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী এলাকায় প্রতি বর্গমিটারে মাত্র সাড়ে ৩ হাজার টাকা কর দিয়ে ফ্ল্যাট বৈধ করার সুযোগ মিলবে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দ্বাদশ সংসদের প্রথম বাজেট পেশ করেন। এটি দেশের ৫৩তম বাজেট।

অর্থ বিলে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ বা অন্য কোনও আইনে যা কিছুই থাকুক না কেন, আর কর্তৃপক্ষসহ অন্য কোনও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনও ব্যক্তির কোনও পরিসম্পদ অর্জনের উৎসের বিষয়ে কোনও প্রশ্ন উত্থাপন করতে পারবে না। অর্থ বিলে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ এর মধ্যে ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিলের আগে নির্দিষ্ট হারে কর পরিশোধ করে ২০২৪-২৫ করবর্ষের রিটার্নে অপপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শন করতে পারবেন।

অপ্রদর্শিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ব্যবহার ও ভূমির বিভিন্ন করহার নির্ধারণ করা হয়েছে।

ঢাকা জেলার গুলশান থানা, বনানী, মতিঝিল, তেজগাঁও, ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও শিল্পাঞ্চল, শাহবাগ, রমনা, পল্টন, কাফরুল, নিউমার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সব মৌজার স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ব্যবহারের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৬ হাজার টাকা এবং ভূমির করহার নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গমিটারে ১৫ হাজার টাকা।

এ ছাড়া ঢাকার বংশাল থানা, মোহাম্মদপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ী, উত্তরা মডেল, ক্যান্টনমেন্ট, চকবাজার, কোতোয়ালি, লালবাগ, খিলগাঁও, শ্যামপুর, শাহজাহানপুর, মিরপুর মডেল, দারুস সালাম, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, শাহ আলী, সবুজবাগ, কদমতলী, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ডেমরা, আদাবর, গেন্ডারিয়া, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা পশ্চিম, মুগদা, রূপনগর, ভাসানটেক, বাড্ডা, পল্লবী ও ভাটারা থানার অন্তর্গত সব মৌজার স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ব্যবহারের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৩ হাজার ৫০০ টাকা এবং ভূমির করহার ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন