ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মোদির শপথ ঘিরে তিনস্তরের নিরাপত্তা বলয়ে দিল্লি

IMG
08 June 2024, 1:48 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের রাষ্ট্রপতি ভবনে রোববার (৯ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান ঘিরে চরম ব্যস্ততা দিল্লি জুড়ে। মোদি মন্ত্রিসভার সদস্য এবং দেশি-বিদেশি আমন্ত্রিতদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া তিন স্তরের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দেশটির রাজধানীকে।

রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর সদস্যদের শপথ শুরু হবে। দিল্লি পুলিশ সূত্রের খবর, শপথস্থল এবং আশপাশের অঞ্চলকে শনিবার থেকেই ঘিরে ফেলা হচ্ছে তিন স্তরের নিরাপত্তা বলয়ে।

তার সব থেকে বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশ এবং আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি বাহিনী।

প্রধানমন্ত্রী পদে মোদি তৃতীয় বার শপথ নিতে চলেছেন রোববার। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে বিজেপি এবং সহযোগী দলগুলোর পক্ষে কয়েক জন গুরুত্বপূর্ণ মন্ত্রীকেও শপথ নিতে দেখা যাবে বলে সরকারি সূত্রে জানা যায়। শপথে যোগ দিতে আসা বিশেষ অতিথিরা তাজ, ওবেরয়, লীলা, মৌর্য-সহ যে হোটেলগুলিতে থাকবেন, সেখানেও ইতিমধ্যেই নিরাপত্তাবিধি জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন এবং আশপাশের অঞ্চলকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

রোববার থেকেই দিল্লির উপর নজর রাখতে আকাশে ক্রমাগত অবস্থানে থাকবে দেশটির বিমানবাহিনী এবং সেনাবাহিনীর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলোতে সেনা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কমান্ডোরা থাকবেন। দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলিতে এনএসজি এবং সেনার স্নাইপারদের মোতায়েন করা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিপুল জয়ের পরে রাষ্ট্রপতি ভবনের সামনের বিপুল সংখ্যক আমন্ত্রিতের সামনে শপথ নিয়েছিলেন মোদি। ২৬ মে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওই স্থানেই তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মোদি শপথবাক্য পাঠ করেছিলেন। এ বারও সেখানেই হবে শপথ।

প্রধানমন্ত্রী পদে মোদির পূর্বসূরি মনমোহন সিংহ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে শপথ নিয়েছিলেন। বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অনেক প্রধানমন্ত্রীরই শপথ অনুষ্ঠানের সাক্ষী রাষ্ট্রপতি ভবনের মূল গম্বুজের নীচের অশোক হল। সেই প্রথা ভেঙে চন্দ্রশেখর ১৯৯০ সালে রাষ্ট্রপতি ভবনের উঠোনে শপথ নিয়েছিলেন। অটলবিহারী বাজপেয়ীও শপথ নেন ওই স্থানে। এ বার মোদী নয়াদিল্লির ‘কর্তব্যপথ’-এ শপথ নিতে পারেন বলে জল্পনা ছিল।(সূত্র: আনন্দবাজার)




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন