ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মোদির নতুন মন্ত্রীসভায় ঠাঁয় পেল ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী

IMG
09 June 2024, 9:33 PM

নয়াদিল্লি, বাংলাদেশ গ্লোবাল: ইতিহাস ছুঁয়ে পেললেন নরেন্দ্র মোদি। আজ রোববার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতেই জহওহরলাল নেহেরুর রেকর্ড স্পর্ষ করলেন তিনি। তৃতীয় মোদি মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে দেশটির তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এক মধ্যে দু’জন বিজেপির, অপরজন শরিক দলের।

এর আগে মোদি মন্ত্রিসভায় মাঝপথে জায়গা পেয়েছিলেন বিজেপির সর্বানন্দ সোনেওয়াল। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর জায়গায় হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল। তারপরই দ্বিতীয় মোদি সরকারে ঠাঁই পেয়েছিলেন তিনি। এবারও মন্ত্রী পদে শপথ নিলেন সোনেওয়াল।

শপথগ্রহণ করেন ভারতের মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি ছয় বারের সাংসদ। তাঁর নাম ঘোষণা হতেই তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ে রাষ্ট্রপতি ভবন। নরেন্দ্র মোদির পরে সবথেকে বেশি হর্ষধ্বনি শোনা গিয়েছে তাঁর ক্ষেত্রেই।

দেশটির কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এইচ ডি কুমারস্বামী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দৈবগৌড়ার পুত্র তিনি। জনদল সেকুলারের নেতা কুমারস্বামী এবার কর্ণাটকে এনডিএ-র শরিক হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাফল্য মিলসতেই ঠাঁই হল মোদি মন্ত্রিসভায়।

তৃতীয় মোদি মন্ত্রিসভায় ৭২ জন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে ৩০ জন ক্যাবিনিট মন্ত্রী। তবে দফতর বন্টন নিয়ে এখনও সরকারিভাবে চূড়ান্ত কিছু জানানো হয়নি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন