ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ: কানাডার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

IMG
11 June 2024, 6:42 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে কানাডা ক্রিকেট দল। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই মাঠেই ভারতের বিপক্ষে ১২০ রানের টার্গেট তাড়ায় হেরে যায় পাকিস্তান। গতকাল সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের একই ভেন্যুতে ১১৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৪ রানে হেরে যায় বাংলাদেশ।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ কানাডা আর ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে না পারলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

অন্যদিকে কানাডা টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হেরে যায়।

এরপর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ১৩৭ রান করেও ১২ রানের জয় পায় কানাডা। আজ তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম/আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন