ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে চন্দ্রবাবু নাইডু, উপ মুখ্যমন্ত্রী পবন

IMG
12 June 2024, 2:46 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে এন চন্দ্রবাবু নাইডু। চতুর্থবারের জন্য আজ বুধবার প্রদেশটির মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু।

এর আগে অবিভক্ত অন্ধ্র প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

আজ বুধবার অন্ধ্র প্রদেশের রাজধানী অমরাবতীর তথ্যপ্রযুক্তি পার্কে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন চন্দ্রবাবু। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন পবন কল্যাণ।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন।

চন্দ্রবাবুর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও গোটা টিম-মোদী'র হাজির থাকার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হলেও টিডিপি-র সঙ্গে পুরোপুরি বোঝাপড়া গড়ে তোলা এখনও সম্ভব হয়নি। স্বভাবতই চন্দ্রবাবু গোড়া থেকেই মোদি-শাহরা খুশি রাখতে চাইছেন। মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী ছাড়াও টিডিপি-র জাতীয় সাধারণ সম্পাদক ও চন্দ্রবাবু নাইডুর ছেলে লোকেশও অন্ধ্র প্রদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ২৪ জন মন্ত্রীর সঙ্গে শপথ নেন নাইডু। ২৪ মন্ত্রীর মধ্য়ে ১৭ জনই নতুন মুখ।

মন্ত্রিসভায় তিনজন মহিলা, আটজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের নেতা, দুইজন এসসি, একজন এসটি এবং একজন মুসলিম রয়েছেন। অন্ধ্র প্রদেশে টিডিপি নেতৃত্বাধীন এনডিএ বিধানসভা নির্বাচনে ১৭৫ আসনের মধ্য়ে ১৬৪ আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ১৪৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩৫ আসনে জয় পেয়েছে টিডিপি। অন্যদিকে জনসেনা পার্টি (জেএসপি) ২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবক'টিতেই জয় পেয়েছে। বিজেপি ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আটটি আসনে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। ইউএসআরসিপি জয় পেয়েছে ১১টি আসনে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন