ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

একই পরিবারের ৭ জনের জানাজা সম্পন্ন: এলাকাজুড়ে শোকের মাতন

IMG
24 June 2024, 3:22 PM

আরিফুর রহমান, মাদারীপুর: বরগুনার আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহতদের মধ্যে সাত জনই মাদারীপুর জেলার শিবচর উপজেলার একই পরিবারের সদস্য। রোববার (২৩ জুন) সকাল ৯ টায় জানাজা শেষে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এসময় নিহতের স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এলাকাজুড়ে শোকের মাতন সৃষ্টি হয়।

জানা যায়, বৃহস্পতিবার বরগুনার আমতলিতে বোনের মেয়ে হুমায়রার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে যায় শিবচরের ভদ্রাসনের চরপাড়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, তার স্ত্রী টেলিটক চাকুরীজীবি মুন্নী বেগম (৪০), ২ মেয়ে তাহিয়া (৭) ও তাসফিহা (১১)। এর আগে বুধবার শিবচরের একই ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বোন ফরিদা বেগম (৪০), ভাবী ফাতেমা বেগম (৪০), ২ ভাগ্নে মাহাবুব খান, সোহেল খান, তার স্ত্রী রাইতি (৩০), রাইতির মা রুমি বেগমসহ (৪০) পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ওই অনুষ্ঠানে যায়।

শনিবারও আত্মীয় স্বজন নিয়ে বৌভাতে অংশ নিতে যাওয়ার পথে দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকার হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে যায়।

এতে ব্যাংকার আবুল কালাম আজাদের স্ত্রী মুন্নী বেগম, দুই মেয়ে তাহিয়া, তাসফিহা তার বড় ভাই বাবুল মাদবরের স্ত্রী ফাতেমা বেগম, বোন ফরিদা বেগম, ফরিদা বেগমের ছেলে সোহেল খানের স্ত্রী রাইতি বেগম, রাইতির মা রুমি বেগম নিহত হয়। এদের সবার বাড়ি ভদ্রাসনের সাহাপাড়া ও চরপাড়া গ্রামে।

এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের চরপাড়া গ্রামে পৌছালে শোকের মাতম উঠে বাড়িতে। শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। আকাশ ভারী হয়ে ওঠে শোকের কান্নায়। দুর-দুরান্ত থেকে এসে ভিড় জমায় মাহাবুবুর রহমান সবুজের বাড়িতে।

ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারি জানান, বুধবার বিয়ের অনুষ্ঠানে তারা বরগুনা গিয়েছিল। পরে সেতু ভেঙে খালে পড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাসটি। এই ঘটনায় মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের মোট ৭ সদস্য মারা যান।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা। আমরা খোঁজ-খবর নিয়েছি। জানাজার নামাজের শরীক হয়েছি। নিহত ৭ জন এর পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা দেওয়া হয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন