ঢাকা      শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ট্রাম্পের সঙ্গে ডিবেটের মাঝে ঝিমুনি বাইডেনের, নির্বাচনী দৌড়ে কমলা হ্যারিস!

IMG
03 July 2024, 11:54 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তথৈবচ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে কার্যত মুখ থুবড়ে পড়েন তিনি। অভিযোগ, বিতর্ক চলাকালীন একটা সময় প্রায় ঘুমিয়েই পড়েন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য।

আমেরিকার প্রেসিডেন্টের দাবি, জেট ল্যাগের কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিবেটে 'ছড়িয়েছেন' তিনি। জো বাইডেনের কথায়, 'অজুহাত দিচ্ছি না, ব্যাখ্যা করছি। আমার পারফরম্যান্স স্মার্ট ছিল না। ডিবেটের আগে দু'বার বিদেশ সফর থাকায় জেট ল্যাগ ছিল। আমি কর্মীদের কথা শুনিনি। তারপর স্টেজে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম।'

উল্লেখ্য, বিতর্কসভার আগে জো বাইডেন ফ্রান্স এবং ইতালি সফরে গিয়েছিলেন। ১৪ দিনের সফর শেষে দেশে ফিরে তিনি পরিবারের সঙ্গে দেলাওয়্যারের রেহবথ বিচে ছুটি কাটান। ট্রাম্পের সঙ্গে মুখোমুখি ডিবেটে বাইডেনের খারাপ পারফরম্যান্স নিয়ে বিরক্ত ডেমোক্র্যাটরা। ৮১ বছরের বৃদ্ধ মার্কিন প্রেসিডেন্টকে প্রায়শই প্রকাশ্য সভায় বেসামাল দেখা যায়। শারীরিক অক্ষমতার কারণে তাঁর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়া উচিত বলেও মনে করছেন অধিকাংশ।

এর মাঝেই চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকার কনজারভেটিভ রাজনৈতিক ধারাভাষ্যকার টাকার কার্লসন। তিনি বলেন, 'জো বাইডেনের ডিমেনশিয়া রয়েছে।' অর্থাৎ শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ ওঠানামা করার ফলে মাঝে মধ্যেই অসংলগ্ন হয়ে পড়েন বাইডেন। এমনকি, সাময়িকভাবে ভুলে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয় তাঁর। ফক্স নিউজের এই ধারাভাষ্যকারের আরও দাবি, 'বাইডেনকে খুব শিগগিরই সরিয়ে দেওয়া হবে। ডেমোক্র্যাটরা নিয়ে আসবেন কমলা হ্যারিসকে। কারণ তারা অনেকেই মনে করেন, জো বাইডেনের ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে।‘

আগামী নভেম্বরে হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্পের সঙ্গে ডিবেটে বাইডেনের অসংলগ্ন, খাপছাড়া বক্তব্য এবং সব মিলিয়ে দুর্বল পারফরম্যান্সের পর নড়েচডে় বসেছে ডেমোক্র্যাটিক পার্টি। ডিবেটের পরই বিভিন্ন মহল থেকে বাইডেনের বদলে নতুন প্রার্থী দেওয়ার দাবি এসেছে। তবে নির্বাচনী প্রক্রিয়ার এই পর্যায়ে এসে নতুন প্রার্থী দাঁড় করানো হলে সে ক্ষেত্রে তাঁর মনোনয়ন বেশ জটিল হয়ে পড়বে।

‘ডেটা ফর প্রোগ্রেস’ দ্বারা পরিচালিত একটি ফ্ল্যাশ পোলে ৩৮৭ জন ডেমোক্র্যাটিক ভোটার সহ এক হাজার ১১ জনের উপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা যায়, ৩৯ শতাংশ ডেমোক্র্যাটিক উত্তরদাতা কমলা হ্যারিসকে বাইডেনের জায়গায় সমর্থন করেছেন। প্রসঙ্গত, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে লড়ার ইচ্ছা প্রকাশ করলেও পরে তহবিলের অভাবে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ গ্লোবাল/একে

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন