ঢাকা      রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
শিরোনাম
  • বাংলাদেশ গ্লোবালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে +৮৮-০১৮৯১-৭৬৫৭৮২/+৮৮-০১৯৩৬-৭৪৩৮২৩ নম্বরে যোগাযোগ করুন।
  • বাংলাদেশ গ্লোবালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।

‘টাইটানিক’ সিনেমার প্রযোজক জন ল্যান্ডার আর নেই

IMG
08 July 2024, 9:00 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হলিউডের ইতিহাসের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমা ‘টাইটানিক’-এর প্রযোজক জন ল্যান্ডার আর নেই। অস্কারজয়ী এই প্রযোজক ৬৩ বছর বয়সে মারা গেছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি জানানো হয়। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানানো হয়নি। কিংবদন্তি এই প্রযোজক আশির দশকে প্রোডাকশন ম্যানেজার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন।

এরপর তিনি ধীরে ধীরে নিজের পদে উন্নীত হন। ‘হানি আই শ্রাঙ্ক দ্য কিডস’ এবং ‘ডিক ট্রেসি’র সহ-প্রযোজক হিসাবে কাজ করেন। তিনি ১৯১২ সালের ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় নিয়ে পরিচালক জেমস ক্যামেরনের ব্যয়বহুল ফিল্ম টাইটানিকের প্রযোজকের ভূমিকা গ্রহণ করেন। সেই সিনেমাটি বক্স অফিসে আয় করেছেন ১ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমার-ও পরিচালক ছিলেন জন ল্যান্ডার।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন