ঢাকা      শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাব কমিটি’র বৈঠক অনুষ্ঠিত

IMG
10 July 2024, 3:56 PM

রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজশাহী রেল ভবনের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির সদস্য ও সাব কমিটির আহবায়ক মোঃ শফিকুর রহমান। সাব কমিটির সদস্য মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে জানানো হয়, রাজশাহী প্রধান রেলওয়ে স্টেশনে ১৯৯২-৯৩ সালে সুউচ্চ ভবন নির্মাণের জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে পাইলিং করে দ্বিতীয় তলা নির্মানের পর ক্র্যাক বা ফাটল দেখা দেয়ায় সেখানে আর ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। এছাড়া রেলপথ মন্ত্রণালয়কে আধুনিকায়নে রাজশাহীতে একটি আধুনিক রেল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা বৈঠকে তুলে ধরা হয়।

এসময় সাব কমিটি পুরাতন ভবন ও টিনশেডভবনসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন।

বৈঠকে 'রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি’র সচিব মোঃ তারিক মাহমুদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব হাসান মাহমুদসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন