ঢাকা      শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কোপা আমেরিকা: যে রেকর্ড শুধু আর্জেন্টিনারই

IMG
15 July 2024, 11:24 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নিজেদের কাজটাও ঠিকঠিক মতো করলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। ‘সুপার সাব’ লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা।

টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে রেকর্ড বইয়ে নাম লিখেয়েছে আলবিসেলেস্তারা। কোপার ইতিহাসে এখন সর্বোচ্চ ১৬ বারের চ্যাম্পিয়ন তারা। গতবার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের ১৫ শিরোপা জয় স্পর্শ করেছিল আর্জেন্টিনা। এবার তাদের ছাড়িয়ে গেল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে সর্বোচ্চ শিরোপা জয়ের বাইরে অনন্য এক রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। যে রেকর্ড কোপার ইতিহাসে আর কোনো দলের নেই। ২০২১ সালে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ের পর ২০২২ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন। আর এবার আবারো কোপা আমেরিকা জয়।

এমন ত্রিমুকুট জয়ের উদাহরণ আর কারো নেই। ফুটবল ইতিহাসে শুধু এই রেকর্ড ছিল গতকাল রাতে ইউরো চ্যাম্পিয়ন হওয়া স্পেনের।
২০০৮ সালে ইউরো জয়ের পর ২০১০ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ২০১২ সালের ইউরোয় আবার চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জেতে তারা। প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়া স্পেন গতকাল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে সর্বোচ্চ চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন হওয়ার পথে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ বছরের শিরোপা খরা কাটিয়েছে তারা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন