ঢাকা      বুধবার, ২৮ আগস্ট ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

ট্রফি সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি

IMG
15 July 2024, 2:46 PM

ফজলে রাব্বী, বাংলাদেশ গ্লোবাল: লিওনেল মেসি। যে নামটি শুনলেই চোখে ভেসে ওঠে এক বিস্ময়কর ও ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি খেলোয়াড়ের অবয়ব। বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশীপ, লা লিগাসহ অসংখ্য ট্রফি জয়ের নেপথ্য নায়ক তিনি। অসংখ্য পুরস্কার, সম্মননা, ট্রফি জয়ের মাধ্যমে তিনি নিজেকে নিজেই অনন্য উচ্চতায় পৌঁচ্ছে দিয়েছেন। তাঁর নেতৃত্বেই এবার নিজেদের ১৬ তম এবং টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।

এত সব অর্জনের সঙ্গে কোপার শিরোপা যুক্ত হয়ে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জয়ে এখন সবার শীর্ষে লিওনেল মেসি।

এই রেকর্ডটি ছিল এতদিন দখলে ছিল মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজের। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন এলএমটেন।

আজ সোমবার কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এতেই ৪৫টি ট্রফি জয়ে এখন সবার শীর্ষে আর্জেন্টাইন অধিনায়ক। ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে শুরু মেসির। এরপর বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন মেসি। এছাড়া কাতালানদের হয়ে ৩টি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি। বার্সার হয়ে মোট ৩৪টি শিরোপা জেতেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

বার্সার পাট চুকিয়ে পিএসজিতে গিয়েও সাফল্য পান মেসি। সেখানে দুটি ট্রফি জয়ের স্বাদ পান তিনি। এরপর ইন্টার মায়ামির হয়ে জেতেন একটি লিগ কাপ। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিকে গোল্ড, দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও লা ফিনিলিসিয়াম জয় করেন মেসি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন