ঢাকা      বুধবার, ২৮ আগস্ট ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পূর্ব আফগানিস্তানে বৃষ্টি ও ঝড়ে ৩৫ জনের মৃত্যু

IMG
16 July 2024, 11:29 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। প্রদেশজুড়ে আরও অনেকে আহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) হতাহতের এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক পরিচালক সেদিকুল্লাহ কুরাইশি জানিয়েছেন, নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্যও ছিলেন। সুরখ রড জেলায় বাড়ির ছাদ ধসে পড়লে তারা মারা যান। আহত হয়েছেন ওই পরিবারের আরও চার সদস্য। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নানগারহারের আঞ্চলিক হাসপাতালের প্রধান আমিনুল্লাহ শরীফ বলেছেন, প্রদেশের রাজধানী জালালাবাদ এবং নিকটবর্তী জেলাগুলি থেকে কমপক্ষে ২০৭ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আনা হয়েছে।

এছাড়া ঝড় ও বৃষ্টিতে প্রদেশের বিভিন্ন অংশে অনেক সম্পত্তি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছিল, আফগানিস্তানে ব্যতিক্রমী ভারী বৃষ্টিপাতের ফলে তিন শতাধিক নিহত হয়েছে। গত ১০ ও ১১ মে উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ঝড়বৃষ্টিতে বেশিরভাগ বাড়িঘর ধ্বংস হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন