ঢাকা      বুধবার, ২৮ আগস্ট ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

লেনদেন কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে

IMG
16 July 2024, 6:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের বিপরীতমুখী চিত্র দেখা গেছে। ডিএসইর লেনদেন কমলেও, বেড়েছে সিএসইতে। আজ মঙ্গলবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে মঙ্গলবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৮২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৪৮৩ দশমিক ১৪ পয়েন্টে ও ১ হাজার ২০১ দশমিক ৮৬ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ১৭ দশমিক ০৮ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৯৬১ দশমিক ৩৭ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯৭ কোটি ৮৩ লাখ টাকা।

এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২১টি কোম্পানির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল তৌফিকা ফুডস অ্যান্ড লোভেলো আইসক্রিম পিএলসি। এছাড়া ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ওরিয়ন ইনফিউশন, এনআরবি ব্যাংক লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, জেমিনি সি ফুড পিএলসি এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক শূন্য পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৬১৭ দশমিক ০৪ পয়েন্টে ও ৯ হাজার ৪০১ দশমিক ৩১ পয়েন্টে।

তবে সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১১ দশমিক ০৪ পয়েন্টে ও ১২ হাজার ২০৭ দশমিক ৭২ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ২ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ১৯ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২১ কোটি ৫৭ লাখ টাকা।

সিএসইতে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন