ঢাকা      বুধবার, ২৮ আগস্ট ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে একটি চক্র: ডিবি হারুন

IMG
17 July 2024, 6:56 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: একটি চক্র আন্দোলনকারী শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। আজ বুধবার বিকেলে রাজু ভাস্কর্য চত্বরে তিনি এ কথা বলেন।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, কোমলমতি ছাত্রদের ভিন্নপথে ধাবিত করা হচ্ছে। লক্ষ্য করেছি, একটি চক্র আন্দোলনকারীদের পানি, আগ্নেয়াস্ত্র সাপ্লাই দিচ্ছে। এই চক্র শিক্ষার্থীদের আন্দোলনকে উসকে দিচ্ছে। এরাই হলের মধ্যে ভাঙচুর এবং ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাইকোর্টের রায়কে সম্মান জানানো উচিত।

এসময় রাজু ভাস্কর্য ও ঢাবি ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আর্মড পুলিশ ও ব্যাটেলিয়ান আনসাররাও রয়েছে।

এর আগে, দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে চাইলে, বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তাছাড়া দুপুর তিনটার দিকে রাজু ভাস্কর্যে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে অবস্থান করার প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাবির আইন বিভাগের ছাত্র আখতার হোসেন। সেখানে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে তাকে গ্রেফতার করা হয়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন