ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

৩৭ দিন পর চালু হলো মেট্রোরেল!

IMG
25 August 2024, 9:28 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবালঃ দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে যাত্রী নিয়ে নিয়মিত মেট্রোর চলাচল শুরু করেছে মেট্রো রেল। সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।

তবে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে ট্রেন থামেনি। এই দুটি স্টেশনে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।


কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওই দিনই বিকেলে বন্ধ হয় মেট্রো রেল। পরদিন মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়।

গতকাল শনিবার পরীক্ষামূলক চলাচল শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রো রেলস্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে।


আর আগের মতো শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

এদিকে আজ মেট্রো রেলস্টেশন পরিদর্শন ও ভ্রমণ করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কর্মসূচি অনুযায়ী, তিনি আজ সকাল ১০টায় আগারগাঁও মেট্রো রেলস্টেশনে উপস্থিত হবেন। সাড়ে ১০টায় মেট্রো রেলে চড়ে বাংলাদেশ সচিবালয় মেট্রো রেলস্টেশন পর্যন্ত যাবেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন