ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

আরো ৩ বিলিয়ন ডলার আইএমএফের ঋণ পেতে আলোচনা

IMG
25 August 2024, 11:54 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আরও তিন বিলিয়ন ডলার ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ। বিবিসি ও ব্লুমবার্গ এ তথ্য দিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্লুমবার্গকে বলেন, “বাংলাদেশ বর্তমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে ঋণের প্রয়োজন। অতিরিক্ত তিন বিলিয়ন ডলার পেতে সংস্থাটির সঙ্গে কথা চলছে।”

তিনি আরও বলেন, “বিশ্বব্যাংকের কাছে দেড় বিলিয়ন ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে এক বিলিয়ন ডলার করে চাওয়া হয়েছে।

গত বছর আইএমএফের কাছ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ পায় বাংলাদেশ।

৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর দেশটি কয়েক সপ্তাহের বিপর্যয় থেকে কেবল উঠে আসছে। সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশের পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্লুমবার্গে বলছে, বর্তমান সংকটের আগেই দেশের রিজার্ভ চাপে ছিল। গত ৩১ জুলাই পর্যন্ত তা ছিল সাড়ে ২০ বিলিয়ন ডলার। এ দিয়ে প্রায় তিন মাসের আমদানি খরচ মেটানো সম্ভব।

সরকার পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদার ও দুই ডেপুটি গভর্নর পদত্যাগ করলে বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

গত ১৩ আগস্ট আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিন দিনে আন্তঃব্যাংক বাজার থেকে ২০ কোটি ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য স্থানীয় ব্যাংকগুলো থেকে প্রতি মাসে ১০০ কোটি ডলার কেনা।

বিবিসিকে তিনি বলেন, “দেশের ব্যাংকিং খাতকে দুর্নীতিমুক্ত করাই তার মূল লক্ষ্য।”

তার ভাষ্য, “আর্থিক ব্যবস্থায় পরিকল্পিতভাবে ‘ডাকাতি’ হওয়ায় ব্যাংকগুলোর অনেক ক্ষতি হয়েছে। শেয়ার বাজার ও সার্বিক অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব পড়েছে।”

শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঋণখেলাপি হওয়ার পর দেশের ব্যাংকগুলোয় আমানত ও অনুৎপাদনশীল সম্পদের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে।

বিবিসিকে গভর্নর আরও বলেন, “যারা টাকা সিঙ্গাপুর, দুবাই ও অন্যান্য জায়গায় রেখেছে সেখানে থেকে ফেরত আনা ও অপরাধীদের ধরাই এখন প্রধান লক্ষ্য।”



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন