ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে রিজওয়ান

IMG
25 August 2024, 12:16 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এবার বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলছেন রিজওয়ান।

প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান এক্সে লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’

বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের মানুষ। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে টাকা, খাদ্য, বস্ত্র, সুপেয় পানি ও অন্যান্য সামগ্রী। সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত মানুষের কাছে।

এর আগে বাংলাদেশের বন্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় লিখেছিলেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয়, যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠপর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে, তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে।’

হৃদয় এরপর যোগ করেন, ‘শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার—যে যেভাবে পারেন। ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন, ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন