ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

IMG
25 August 2024, 4:11 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তান ইনিংস শেষেই মূলত জয়টা নিশ্চিত ছিল বাংলাদেশের। ৩০ রান আর এমন কী! জাকির হাসান আর সাদমান ইসলাম মিলে কোনো বিপদ হতে দেননি, দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে হারাল ১০ উইকেটে। তাতে ইতিহাসও গড়া হয়ে গেল, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর কীর্তি প্রথমবারের মতো গড়ে ফেলল টাইগাররা।

রাওয়ালপিন্ডি টেস্টটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৪তম টেস্ট। এর আগের ১৩ টেস্টের ১২টিতেই হেরেছে বাংলাদেশ। স্রেফ ২০১৫ সালে খুলনার টেস্টটি হয়েছিল ড্র। অবশেষে দলটির বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয়ের দেখা পেল সাকিব-মুশফিকরা। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া এই জয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হয়ে গেলে জয়ের জন্য স্রেফ ৩০ রানের লক্ষ্য পায় নাজমুল হোসেন শান্তর দল। মামুলি সেই লক্ষ্য দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান তুলে নেন ওভারেই। সেখানে

বিদেশের মাটিতে এটিই বাংলাদেশের উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয়। কার্যত টেস্টে ১০ উইকেটের ব্যবধানে এই প্রথম কোনো ম্যাচ জিতল শান্তরা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন