ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পাকিস্তানে পৃথক বাস দুর্ঘটনায় নিহত ৩৭

IMG
26 August 2024, 12:13 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার (২৫ আগস্ট) দু’টি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাকরান উপকূলীয় মহাসড়কে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আর দেশটির উদ্ধারকারী এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের উত্তর পাঞ্জাবে আরেকটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গিয়ে আরও ২৫ জন নিহত হয়েছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নাভিদ আলম জানিয়েছেন, প্রথম ঘটনায় বাসটি ইরান থেকে পুণ্যার্থীদের নিয়ে পাঞ্জাবে ফিরছিল, কিন্তু মাকরান উপকূলীয় মহাসড়কের বুজি টপ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা ঈধির স্থানীয় প্রধান কর্মকর্তা হাকিম লাসি জানান, হতাহতরা পাঞ্জাবের লাহোর ও গুজরানওয়ালা শহরের বাসিন্দা বলে জানা গেছে।


দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে রাওয়ালপিন্ডির উদ্ধারকারী সংস্থার সমন্বয়ক মুহাম্মদ উসমান গুজ্জর জানিয়েছেন, এ বাসটিতে ২৬ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ২৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। বাসটি পাঞ্জাবের কাহুটা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এ দুর্ঘটনাটি বাসের ব্রেক ফেল হওয়ার কারণে ঘটেছে বলে উসমান জানিয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে বলে জানান উদ্ধারকারী এই কর্মকর্তা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন