ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বলিভিয়ার পূর্বাঞ্চলে দাবানল

IMG
27 August 2024, 9:08 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিভিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য সান্তা ক্রুজের মধ্য দিয়ে দাবানল ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেড সেখান থেকে লোকজনকে সরে যেতে সাহায্য করে। দুর্যোগ মোকাবেলার যৌথ কমান্ডের অপারেশন্স চিফ কর্নেল উইলসন লুপা বলেন, এর আগে আগুন নিয়ন্ত্রণে আনা সত্ত্বেও গরম তাপমাত্রা এবং দক্ষিণ থেকে বাতাসের কারণে তা আরও শক্তিশালী দাবানলে পরিণত হয়েছে।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা ক্রুজে ৩২টি সক্রিয় দাবানল মোকাবেলায় ২৬৫ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। আঞ্চলিক সরকার জানিয়েছে, দাবানলের গ্রাসে এখনো পর্যন্ত প্রায় ১৯ লাখ ৭৫ হাজার হেক্টর জমি ধ্বংস হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন