ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বন্যার পানিতে কুমিল্লায় আরো ৫ জনের মৃত্যু

IMG
27 August 2024, 2:49 PM

শাকিল মোল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লায় গত ২৪ ঘন্টায় পানিতে ডুবে ২ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এতে জেলায় বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৩ জনে।

সোমবার দুপুর থেকে রাতের মধ্যে জেলার বুড়িচং, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

এর মধ্যে সোমবার দুপুরে বুড়িচং উপজেলা সদর ও পশ্চিমসিংহ এলাকায় কাছাকাছি সময়ে হাসিবুল (১০) ও ইব্রাহিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়।

অপরদিকে সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার গোরক মুড়া এলাকায় সেরাজুল এবং রাতে মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে কুমিল্লার লাকসাম উপজেলার আওশপাড়া আশ্রয় কেন্দ্রে ব্রইন ষ্টোক করে মারা যান মুনিরুল হকের স্ত্রী মাকসুদা বেগম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উজালা রানী চাকমাসহ চারজনের মৃত্যুর বিষয়টি স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।

জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, গেল ২৪ ঘন্টায় কুমিল্লার বিভিন্ন উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি।

এদিকে গেল রোববার বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দিতে মাদ্রাসা পড়ুয়া দুই চাচাতো বোন ও বুড়িচংয় উপজেলা মারা যান দুজন। এই নিয়ে কুমিল্লায় গত দুই দিনে চার শিশু আট জনের মৃত্যুর ঘটনা ঘটলো। কুমিল্লায় বন্যায় মৃত্যুর সংখ্যা দাড়ায় মোট ১৩ জনে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন