ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পোশাককর্মী রুবেল হত্যা মামলায় মেননের ৬ দিনের রিমান্ড

IMG
27 August 2024, 5:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে মেননকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরদিন, রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রুবেল হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট সকাল ১১টায় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা এতে গুলি চালায়। এ সময় রুবেল গুলিবিদ্ধ হয়ে পরে একটি হাসপাতালে মারা যান।

এ ঘটনায় গত ২২ আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলাটিতে রাশেদ খান মেনন ছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

অন্যান্য আসামিদের মধ্যে আছেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন