ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

সাবেক তিন প্রধান বিচারপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

IMG
28 August 2024, 1:29 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক তিন প্রধান বিচারপতি’সহ আপিল বিভাগের ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আদালত অবমাননার এই অভিযোগ আনেন।

এই তালিকায় আছেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি নুরুজ্জামান’সহ সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম।

এই মামলার শুনানি আগামী ১ সেপ্টেম্বর হতে পারে বলে জানিয়েছেন, ইউনূস আলী আকন্দ। তিনি বলেন, সাবেক ৭ বিচারপতি ক্ষমতার অপব্যবহার করেছেন।

অভিযোগ করা হয়, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দকে শাস্তি দেন। সে সময় তাকে তিন মাসের জন্য মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন