ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা (ভিডিও)

IMG
28 August 2024, 3:18 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে গেলো বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা। আজ বুধবার সকালে কারখানা চারটির গেটের সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। এতে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক।

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়া বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা গুলো হলো বার্ডস আর এন আর ফ্যাশন লিমিটেড, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এ এন্ড জেড লিমিটেড।

শ্রমিকরা জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় বার্ডস গ্রুপের ওই চারটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজারেরও বেশী নারী ও পুরুষ শ্রমিক কাজ করে আসছিলো দীর্ঘদিন ধরে। পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশিক অর্থনৈতিক মন্দার কারণে ধারাবাহিক লোকসাসের মুখে আজ শ্রমিকদের না জানিয়ে কারখানাগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন। পরে সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করে।

এসময় তারা নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল অবরোধ করে রাখেন কয়েক ঘন্টা। পরে পুলিশ এসে রাস্তা থেকে শ্রমিকদের সড়িয়ে দেয়। এঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট দেখা দিয়েছে। শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে কারখানা গুলো বন্ধ করায় বিপাকে পড়েছেন তারা। কারখানা কতৃপক্ষ জানায়,আবারও কাজের অর্ডার আসলে কারখানাগুলো খুলে দেওয়া হবে।

অপরদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় একমি ল্যাবরেটরিজ লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এসময় কারখানাটির সামনে এখনো বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থানে রয়েছে।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন