ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু

IMG
28 August 2024, 4:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ বুধবার দুপুরে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়। সেখানে মৃতের সংখ্যা ১২ জন। দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালীতে ৬ জন, চট্রগ্রামে ৫, কক্সবাজার জেলায় ৩ এবং ফেনীতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।

এছাড়া, মৌলভীবাজার জেলায় দু’জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি। ৭৩ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫২৮টি।

বন্যাদুর্গত এলাকায় সরকারি-বেসরকারি’সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন