ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

দুপুরের মধ্যে কিছু অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

IMG
03 September 2024, 10:25 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবালঃ ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামীকাল বুধবারও বৃষ্টি কম-বেশি একই রকম থাকতে পারে।

তবে বৃহস্পতিবার আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

এদিকে দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের অন্তত ২২টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টি কিছুটা বেশি ছিল।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ৬০ মিলিমিটার। এ ছাড়া বান্দরবানে ২৫ মিলিমিটার ও বরিশালে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন