ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শিল্পাঞ্চলে অস্থিরতা ঠেকাতে সাভার-গাজীপুরে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

IMG
03 September 2024, 1:21 PM

ঢাকা,বাংলাদেশ গ্লোবালঃ সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা ঠেকাতে যৌথ অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও পুলিশ।

আজ মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আজ ভোর থেকে আমাদের যৌথ অভিযান শুরু হয়েছে। এদিন সকাল ১১টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো শ্রমিক জমায়েতের তথ্যও পাওয়া যায়নি।'

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বেশ কয়েকটি কারখানায় পুনরায় কাজ শুরু হয়েছে। তবে কারখানা বন্ধ দেখে অনেক শ্রমিক বাড়ি ফিরে গেছেন।

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল রাকিব আশঙ্কা প্রকাশ করেন, শিল্প খাতে অস্থিরতার পেছনে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে।

বৈঠকের পরে যোগাযোগ করা হলে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 'আমাদের শ্রমিকদের কোনো সমস্যা নেই। একটি স্বার্থান্বেষী মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।'

তৈরি পোশাক ও ওষুধ শিল্প খাতের শ্রমিকরা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে আজ থেকে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনী সাভার, আশুলিয়া ও গাজীপুরে যৌথ অভিযান পরিচালনা করবে।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন