ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী কুয়েত

IMG
03 September 2024, 7:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আরও দক্ষ কর্মী নেয়ার কথা জানিয়েছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদানি। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি ‘বাংলাদেশের ভালো বন্ধু’ এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ‘কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তোলার আশা করছে।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছেন এবং তার দেশ বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে আগ্রহী।

কুয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্য কাজ করছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই।’

বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন