ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

জামালপুরে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের মতবিনিময়

IMG
12 September 2024, 3:34 PM

আলী আকবর, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে জামালপুরে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও বিভাগীয় সমন্বয়করা। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আরমানুল ইসলাম, বিভাগীয় সমন্বয়ক লুৎফর রহমান, তৌহিদ সিয়াম, সাকিবুল হাসান। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রত্যেক বিভাগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম যাচ্ছে। এই টিমের মূল লক্ষ্য হচ্ছে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের খোঁজ খবর নেওয়া। কেউ যাতে সমন্বয়ক পরিচয়ে অনৈতিক কোন সুবিধা নিতে না পারে সেটি নিয়েও কাজ করা হচ্ছে।

তারা আরও বলেন, আমরা যেখানেই যাচ্ছি সেখানকার ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করছি। শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছি, যাতে তাদের কথা গুলো আমরা সারা বাংলায় ছড়িয়ে দিতে পারি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন