ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

নীলফামারীতে ইন্টারজেনারেশন ডায়ালগ অনুষ্ঠিত

IMG
12 September 2024, 3:38 PM

নুর আলম, বাংলাদেশ গ্লোবাল: যৌন ও প্রজনন স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, বাল্য বিবাহ ও শিশু নির্যাতন বন্ধে করনীয় বিষয়ক ইন্টারজেনারেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইয়েস বাংলাদেশ’র আয়োজনে জেলা শিশু একাডেমির সভাকক্ষে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়।

আয়োজক সংস্থার জেলা সভাপতি নাইমুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।

আহমেদ জুবায়ের জিসানের সঞ্চালনায় এতে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকিব হাসান, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আকতার, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পরিদর্শক ফারজানা সুলতানা বক্তব্য দেন।

সভায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিশোর কিশোরী কেন্দ্র স্থাপন, ক্রীড়া সামগ্রী সরবরাহ, বিতর্ক প্রতিযোগীতার আয়োজন এবং মাদক মুক্ত নীলফামারী গড়তে সবার সহযোগীতা চাওয়া হয়।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন